বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। মহিলা বিষয়ক অধিদপ্তর রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। গত ৩ বছরে ভিডব্লিউবি কার্যক্রমের মাধ্যমে ৫,৭৫১ জন দরিদ্র মহিলাকে ১৭২.৫৩ মেঃ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রায় ১৮১৬ জন মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ইউনিয়ন ও পৌরসভায় ভাতা প্রদান , ৫৭ জন নারীকে ১০,২৫,০০০/- টাকা ক্ষুদ্রঋণ এবং ৬৮০ জন নারীকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। সাহায্য প্রার্থী মহিলাদের আইনি সহায়তা দেয়া হয়েছে। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচির আওতায় প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরীতে ১৫ জন নারীকে “জয়িতা” নির্বাচন ও সম্মাননা প্রদানের মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়েছে। উপজেলা হতে বাল্যবিয়ে নিরোধে বিভিন্ন শ্রেণি পেশার জনগণকে নিয়ে সচেতনতা মূলক সভা সমাবেশ, সেমিনার আয়োজন করা হয়েছে। শতভাগ বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন কল্পে জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ০৭টি ক্লাবে মোট ২১০জন কিশোর-কিশোরীকে চিত্তবিনোদনের মাধ্যমে নেতৃত্ব বিকাশ ও দক্ষ মানব সম্পদে পরিণত করা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS