Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রশিক্ষণ ভর্তি পদ্ধতি/আবেদন ফরম
  • মহিলা প্রশিক্ষণ কেন্দ্র(WTC) এর  ক্ষেত্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় চারঘাট, রাজশাহী হতে প্রতি বছর ০৩ (তিন) মাস পর পর প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ভর্তি ফরম বিতরণ করা হয় । (ভর্তি  আবেদন ফরম সংযুক্ত)
  • মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের অধীনে উপজেলায়  দরিদ্র, সুবিধা বঞ্চিত (১৬-৪৫ বছর) মহিলাদের বিনামূল্যে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী মহিলাদের নিকট থেকে  প্রতি ০৩ মাস পরপর  (উপজেলা পর্যায়ের ) অনুষ্ঠিতব্য প্রশিক্ষণের জন্য Online-এ (http://iga.dwa.gov.bd)আবেদনপত্র আহ্বান করা  হয় ।  Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্রের প্রিন্ট কপি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা না দেয়া পর্যন্ত কোন অবস্থাতেই আবেদনপত্র বিবেচনাযোগ্য হবে না। ছবি এবং স্বাক্ষরবিহীন কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।